আখাউড়ায় ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষকের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ২০:২৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের (হিরণ স্যার) বিরুদ্ধে। এ ঘটনায় ছাএীর মা আয়েশা বেগম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এদিকে শিক্ষক আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি নিশ্চিত করেছে।

ছাএীর বর্ণনা ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় মেয়েটি বৃহস্পতিবার সকাল ৯টায় সহপাঠীদের সঙ্গে শিক্ষক আশরাফুল আলম হিরনের কাছে কোচিং ক্লাস করতে যায়। কোচিং শেষে ফেরত আসার সময় তাকে একাকি পেয়ে জোর করে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় শিক্ষক হিরণ। এরপর ওই ছাত্রী মুখের দাগ নিয়ে বাড়িতে ফিরে। পরিবারের লোকজন জিজ্ঞেস করলে শিক্ষকের অপকর্মের কথা খুলে বলে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ছাএীর মা থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন। এ ঘটনার পর থেকে শিক্ষক পলাতক রয়েছেন। তাকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :