মাগুরায় করোনা রোগীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ২৩:৫৮

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ (৫৬) নামে এক করোনা রোগী শুক্রবার সকালে মারা গেছে। তার বাড়ি শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে।

এছাড়া সিভিল সার্জনের কার্যালয় থেকে জানিয়েছে সাংবাদিক, ফায়ারসার্ভিসের সদস্যসহ শুক্রবার নতুন করে জেলায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অসুস্থ অবস্থায় গত ১ জুলাই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এ দিকে সকালে পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ আসে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :