পাকিস্তানে রেল-ভ্যান সংঘর্ষে মৃত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৯:৪০ | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০৮:৩৭

পাকিস্তানে যাত্রীবোঝাই একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় অন্তত ১৯ জন শিখ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি ভ্যানে চড়ে তীর্থযাত্রীরা ফিরছিলেন। শেখুপুরার কাছে প্রহরাহীন রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রেন ধাক্কা মারে ভ্যানটিকে। ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়। বাকিরা এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটিতে ২৬ জন ছিলেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তানের নানকানা সাহিব শিখ তীর্থস্থান। প্রতি বছরই ভারত থেকে বহু শিখ তীর্থযাত্রী সেখানে যান। এ দিনের দুর্ঘটনায় আহত ও মৃতরাও ওই তীর্থস্থানেই গিয়েছিলেন। তীর্থ করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল ট্রেনটি।

ঢাকা টাইমস/০৪জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :