ভালো দাম পেয়ে তাড়াশের পাটচাষিদের মুখে সোনালি হাসি

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ১৩:১৬

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে ভালো দাম পেয়ে খুশি পাটচাষিরা। ফলে তাদের মুখে ফুটেছে সোনালি হাসির ঝিলিক। ভালো দাম এবং কৃষি বিভাগ থেকে সার্বিক সুযোগ-সুবিধা পেয়ে পাটের চাষ আরও বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,  উপজেলায় এ বছর ২১০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এর মধ্যে দেশি ও তোষা জাতের পাট চাষ করা হয়েছে। তবে উচ্চ ফলনশীল তোষা জাতের পাট চাষ হয়েছে বেশি।

সরজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে পাট কাটা, জাগ দেওয়া, পাটকাঠি থেকে পাট ছাড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্ষার নদী-নালা, খাল-বিল ও ডোবাতে পানি থাকায় পাট জাগ দেওয়ায় কোনো সমস্যায় পড়তে হয়নি কৃষকদের।

কৃষকেরা জানায়, পাটের ফলন ভাল হলে প্রতিবিঘায় ১০-১২ মণ হয়ে থাকে এবং খারাপ হলে ৭-৮ মণের মতো হয়। গত কয়েক বছর আগে প্রতি মণ পাটের দাম ছিল ১২০০ থেকে ১৮০০ টাকা। এবছর প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়।

উপজেলার নওগাঁ গ্রামের কৃষক আব্দুল মজিদ ও জাহিদুল ইসলাম বলেন, ‘বিগত বছরের তুলনায় দাম ভালো পেয়েছি। ভালো দাম পেলে আগামীতেও পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়বে।’

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা জানান, এবছর কৃষকেরা পাট চাষ করে ফলন ভাল পেয়েছেন। বাজারে পাটের দামও ভালো। কৃষি কার্যালয়ের পক্ষ থেকে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

ঢাকাটাইমস/৪জুলাই/পিএল