ঘুষের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ১৫:০৮ | আপডেট: ০৪ জুলাই ২০২০, ১৬:১০

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

ঘুষ, দুর্নীতি,অনিয়মসহ নানা অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ওসির বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ এনে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে ওসি ওবায়েদকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।  

সেই সঙ্গে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মালিককে ওসির (চলতি) দায়িত্ব বুঝে দেয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হযেছে বলেও জানান পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/৪জুলাই/কেএম)