গফরগাঁওয়ে শিশুসহ এক পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৫:১৮

ময়মনসিংহের একটি পরিবারের পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক শিশুও রয়েছে। গফরগাঁও পৌর এলাকার শিবগঞ্জ রোডের এক নম্বর গলির বাসিন্দা তারা। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ময়মনসিংহ জেলার ৩৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ময়মনসিংহ জেলায় মোট ৬৩ জনের করোনাভাইরাস পজেটিভ আসে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক বলেন, গফরগাঁও পৌর শহরের ওই পরিবারের একজন সদস্য প্রথমে করোনায় আক্রান্ত হন। পরে ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের আরো সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে পাঁচজন করোনা পজিটিভ হন।

শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ জেলায় নতুন আরো ৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন, গফরগাঁওয়ে ছয়জন, মুক্তাগাছা ও ফুলবাড়িয়ায় তিনজন করে, ঈশ্বরগঞ্জ ও হালুয়াঘাটে দুজন করে, ভালুকা ও ফুলপুরে একজন করে করোনা সংক্রমিত হয়েছেন।

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোম আইসোলেশনে আছেন ৮১৬ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৬৫ জন। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ২১ জনের।

(ঢাকাটাইমস/৪জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :