রাজশাহী বিভাগে করোনায় একদিনে সাতজনের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৭:১০

রাজশাহী বিভাগে একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার তারা মারা যান। এ দিন বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৬ জন। আর সুস্থ হয়েছেন ১৭ জন।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জনেরই বাড়ি বগুড়া। এর একজনের বাড়ি রাজশাহী।

স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় এ নিয়ে ৬০ জনের মৃত্যু হলো। গোটা বিভাগে মৃত্যুর সংখ্যা ৯৪ জন। বাকি জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ১০, নওগাঁয় ৭, নাটোরে ১, সিরাজগঞ্জে ৮ এবং পাবনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার নতুন শনাক্ত ২১৬ জনের মধ্যে ৭৯ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া এ দিন নওগাঁয় ২, জয়পুরহাটের ২২, বগুড়ার ৪৭ এবং সিরাজগঞ্জের ৬৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গোটা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৮৯ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৩ হাজার ২৪৬ জন শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজশাহীতে ৯৮৯ জন। চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নওগাঁয় ৫৪২ জন, নাটোরে ২১৫ জন, জয়পুরহাটে ৪৫১ জন, সিরাজগঞ্জে ৫৯৭ জন এবং পাবনায় ৪৪৮ জন শনাক্ত হয়েছেন। বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন।

এর মধ্যে শুক্রবার করোনামুক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ১৫ জন বগুড়ার বাসিন্দা। বাকি দুইজন পাবনা ও সিরাজগঞ্জের বাসিন্দা। বিভাগের মধ্যে এ পর্যন্ত রাজশাহীতে ১৪৫, চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় ৩০৫, নাটোরে ৬৬, জয়পুরহাটে ১৫১, বগুড়ায় ৮৬০, সিরাজগঞ্জে ৬৬ এবং পাবনায় ১৪২ জন করোনা জয় করেছেন। গোটা বিভাগে এখনও হাসপাতালে আছেন ৫৯৭ জন।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :