ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ১৭:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকার পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টানা তিন মাস সব ধরনের খেলাধুলা বন্ধ থাকার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিয়ে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে ইংলিশরা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে নিয়মিত অধিনায়ক জো রুট না থাকায় অলরাউন্ডার বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছ ইসিবি। মূল স্কোয়াডের ১৩ জন ছাড়াও ৯ জনকে রিজার্ভে রেখেছে তারা।

এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মাঝে আন্ত:স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেললেও নিজেদের মাঝে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্যারিবিয়ানরা।

৮ জুলাই থেকে এজ বোলে শুরু হচ্ছে তিন ম্যাচের রাইস দ্য ব্যাট টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শেষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে ১৬ ও ২৪ তারিখে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

১৩ সদস্যের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জস বাটলার (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডোম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রেওলি, জো ডেনলি, অলি পোপ, ডোম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ তালিকায় থাকা ৯ জন: জেমস ব্রেসি, স্যাম কুরান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেগ এভারটন, অলি রবিনসন, অলি স্টোন।

(ঢাকাটাইমস/০৪ জুলাই/এআইএ)