কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৮:০১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ অসুস্থজনিত কারণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মৃত ওই বন্দি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

মৃত শেখ আশরাফ আলী ওরফে আহসান উল্লাহ নড়াইলের নড়াগাতী থানার দুলালগাতী গ্রামের আলাল উদ্দিন শেখের ছেলে ।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার বাহারুল আলম জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহে ঢাকার নিউ মার্কেট থানার দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন শেখ আশরাফ আলী। শনিবার ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারাগার হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৪জলুাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :