ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ লিংকডইনের বিরুদ্ধে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২০:০৩

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠল প্রফেশনাল নেটওয়ার্ক লিংকডইনের বিরুদ্ধে। মার্কিন ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক অনলাইন এই পরিষেবার বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির গুরুতর অভিযোগ উঠেছে।

লিংকডইনের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারকারীদের আইফোন ও ম্যাকবুক প্রোর ক্লিপবোর্ড অ্যাকসেস করে তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে। ব্যবহারকারীদের ক্লিপবোর্ডের যাবতীয় তথ্যের অনুলিপি করে তা নিজেদের কাছে সংরক্ষণের অভিযোগ উঠেছে লিংকডইনের বিরুদ্ধে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি ধরা পড়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪ এর একটি বিশেষ ফিচারে। ওই ফাচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে।

সম্প্রতি এক আইফোন ব্যবহারকারী টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে লিংকডইন এটিকে একটি যান্ত্রিক ত্রুটি হিসাবেই ব্যাখ্যা করেছে। সংস্থা জানিয়েছে, দ্রুত নতুন আপডেটের মাধ্যমে এই ত্রুটি শুধরে নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা