সিংড়ায় শিশু সাগর হত্যায় বিচার দাবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২০:১২

জমি বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় শিশু মুস্তাফিজুর রহমান সাগর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কলম ইউনিয়নের দেবত্তর গ্রামের বেরিবাঁধ এলাকায় সহস্রাধিক নারী-পুরুষ এই কর্মসূচি পালন করেন। এসময় শিশু নির্যাতন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ফাঁসির দাবিতে ফুঁসে উঠেন এলাকার সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তব্য দেন- নিহত শিশু মুস্তাফিজুর রহমান সাগরের মা মমতাজ বেগম, চাচা হেলাল উদ্দিন মোল্লা, স্থানীয় কৃষক শহিদুল ইসলাম, আনসার আলী, শিক্ষার্থী মিম খাতুন প্রমুখ।

এলাকাবাসীর অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু মুস্তাফিজুর রহমান সাগরকে পানিতে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রতিবেশী রুহুল ফকির ও তার ছেলে ওহাব ফকির।

শুক্রবার (৩ জুলাই) দেবত্তর গ্রামের বেরিবাঁধের পার্শ্বের একটি ডোবার কচুরিপানার মধ্য থেকে নিখোঁজ শিশুর মুস্তাফিজুর রহমান সাগরের লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে পুলিশ।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :