স্বাস্থ্যকর্মী-পুলিশসহ ঠাকুরগাঁওয়ে নতুন আক্রান্ত ১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২৩:০৭

ঠাকুরগাঁওয়ে হিড়িক দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের ৩ জন স্বাস্থ্যকর্মী, একজন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৫ জনে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন্।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নমুনা জটের কারণে বেশ কিছুদিন যাবত ঠাকুরগাঁওয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল কম। এদিকে শনিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলায় ৯ জন। পুলিশ লাইনে একজন পুলিশ সদস্য, বিজিবি হাসপাতালের মেডিক্যাল এসিস্ট্যান্ট, সদর হাসপাতালের হেড এসিস্ট্যান্ট ও প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার ৩২ বছর বয়স্ক ব্যক্তি, জগন্নাথপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ এলাকায় ৩৭ বছর বয়স্ক একজন, কালীতলায় ২২ বছর বয়স্ক এক নারী, ঢোলারহাট শিংপাড়া এলাকায় ৩৪ বছর বয়স্ক ব্যক্তি, গড়েয়া ইউনিয়নে মিলননগর এলাকায় ৪৮ বছর বয়স্ক ব্যক্তিসহ মোট নয়জন করোনা পজিটিভ। বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন ও হরিপুর উপজেলায় ৩ জন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জন। এদের মধ্যে ১৪৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে যথাসময়ে নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়ায় এবং ফি নির্ধারণ করায় করোনার নমুনা প্রদান করার সংখ্যা আশংকাজনক হারে কমে গেছে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :