করোনা রোগীদের জন্য আইসিইউ বেড করতে সহযোগিতা চায় গণস্বাস্থ্য

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ১৩:৩০ | আপডেট: ০৫ জুলাই ২০২০, ১৪:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি হাসপাতালের পাশাপাশি দেশে বেসরকারি হাসপাতালগুলোতেও চলছে করোনা রোগীদের চিকিৎসা। এজন্য হাসপাতালগুলোতে রোগীদের আইসিইউ প্রয়োজন হয়। গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ১৫ শয্যাবিশিষ্ট একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। এজন্য সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রে দান করা সকল অর্থ আয়কর মুক্ত।

এর আগে কলেজটির ভাইস প্রিন্সিপাল আইসিইউ বেড তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। গত ৩০ জুন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছিলেন, ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল করোনা রোগীদের জন্য শিগগিরই ১৫ শয্যার একটি আইসিইউ চালু করতে যাচ্ছে। অসুস্থতার মধ্যেও অর্থ জোগাড়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সার্বিক কর্মকাণ্ডের পর্যবেক্ষণও করছেন তিনি।’

অনুদানে আগ্রহীরা বিস্তারিত জানতে বা যোগাযোগ করতে পারেন [email protected] এবং ০১৭১১-৫৪১৮১৩ নম্বরে। বিকাশে অনুদান পাঠানো যাবে ০১৭৩৩-৯৯১৩৯১ নম্বরে। ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর ঠিকানা-A/C Name: Gonoshasthaya Kendra, A/C No: 0100003101155, Bank Name: Janata Bank Limited Branch: Dilkusha Corporate Branch, SWIFT Code: JANBBDDHDCB, Routing Number: 135271933

(ঢাকাটাইমস/০৫জুলাই/বিইউ/এমআর)