করোনায় সাভারের শিক্ষকের মৃত্যু

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ১৩:৩৬ | আপডেট: ০৫ জুলাই ২০২০, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

করোনায় জি রোজারিও (৪৯) নামে সাভারের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সাভারের ধরেন্ড ধর্মপল্লীর রাজাসন গ্রামের সুশীল রোজারিওর ছেলে। সাভারের সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন তিনি। গত শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় মৃত্যু হওয়া শিক্ষক জি রোজারিওর মরদেহ সৎকারের প্রস্তুতি চলছে।

তিনি শিক্ষকতা ছাড়াও নয়ন গিলবার্ট রোজারিও ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ধরেন্ডা ধর্মপল্লীর যুব সংগঠন ধরেন্ডা মিশন তরুণ সংঘের উপদেষ্টা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিক্ষক জি রোজারিও অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৬ জুন রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পরে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তাকে ভর্তির পর অবস্থার অবনতি হলে পরবর্তীতে স্কয়ার হাসাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল