চ্যানেল আইয়ের নতুন ডিজিটাল 'আইস্টোরিস'

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৩:৩৯

করোনা ভাইরাসের ভয়াবহতায় মানুষের ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ। বদলে গেছে মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থা। এমতাবস্থায় মানুষের বিনোদনের বড় মাধ্যম হয়ে দাড়িয়েছে ডিজিটাল প্লাটফর্ম। ডিজিটাল মাধ্যমে যেকোনো অনুষ্ঠানে ক্রমেই বাড়ছে মানুষের আগ্রহ। তারই ধারাবাহিকতায় ডিজিটাল প্লাটফর্মের দর্শকদের জন্য চ্যানেল আই ও চ্যানেল আই ডিজিটাল শুরু করেছে ‘আইস্টোরিস’ নামের একটি নতুন অনুষ্ঠান।

অনুষ্ঠানটি প্রতি শনি ও বুধবার বিকাল ৫ টায় চ্যানেল আই টিভি ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনায় রয়েছেন চ্যানেল আই ডিজিটালের অপারেশন হেড আসাদ ইসলাম।

আসাদ ইসলাম বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে সরাসরি অনুষ্ঠান ছাড়াও তৈরি হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান, সিরিজ, ও টকশো! কিন্তু সময়ের অভাবে অনেকেই সেই অনুষ্ঠান সম্পূর্ণ উপভোগ করতে পারেন না।

তাই চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মের দর্শকদের জন্য, চ্যানেল আই ও চ্যানেল আই ডিজিটাল মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে তৈরি করছে নতুন অনুষ্ঠান ‘আইস্টোরিস’।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাহিয়ান তাসনিম এবং পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ।

ঢাকাটাইমস/৫জুলাই/এলএম/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :