করোনা নিয়ে আপনার কিছু প্রশ্নের উত্তর

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ১৪:১৬

অধ্যাপক ডা. সুযত পাল

কিছু বেসিক জিনিস মনে রাখা দরকার আমাদের। এখনও অনেক ভুল ধারনা বয়ে বেড়াচ্ছি আমরা। তাই লেখাটা পড়ুন মন দিয়ে। Covid নিয়ে কিছু প্রশ্ন সবার মাথায় আছে। দেখে নিন আপনার সেই প্রশ্নের উত্তরটা নিচে আছে কিনা।

১. একজন কোভিড পজিটিভ/suspected covid কোভিড রোগীর সংস্পর্শে আসার কতদিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে পারে?

উত্তর: ৩-১১ দিনের মধ্যে/average ৫ দিনের মধ্যে

২. কারও শরীরে কভিড এর জীবাণু কতদিন থাকে/একজন কোভিড পজিটিভ রোগীর সুস্থ হতে কতদিন লাগে?

উত্তর: ১০-১৪ দিন। তবে কিছু মানুষের ক্ষেত্রে ১৮-২২ দিন।

৩. জীবাণু ঢুকার পর সবচেয়ে বেশি Risky সময় কোনটা?

উত্তর: ৭-১০ দিন (বেশিরভাগের মৃত্যু এই সময়ে হয়)।

৪. লক্ষণ প্রকাশ পাওয়ার পর কোনদিন টেস্ট করলে রিপোর্ট পজিটিভ পাব?

উত্তর: ৩-৭ অথবা ৮ দিন।

৫. কোভিড পজিটিভ রোগীর রিপোর্ট পজিটিভ আসার কতদিনের মধ্যে সে জীবাণুমুক্ত হবে?

উত্তর: ১০-১৪ দিন পরে আর সংক্রমিত করবে না। কিন্তু মৃত জীবাণু ৪২ দিনের মত থাকতে পারে কফের মধ্যে।

৬. কোভিড পজিটিভ রোগীর রিপোর্ট পজিটিভ আসার কতদিনের মধ্যে তার রিপোর্ট নেগেটিভ হবে?

উত্তর: ১০ দিনের মধ্যে হওয়ার কথা তবে অনেকের শরীরে করোনার কিছু মৃত RNA থাকতে পারে তাই ৩৭-৪২ দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে।

৭. রোগীর শরীরে করোনার কিছু নিষ্ক্রিয় RNA থাকতে পারে তাই পজিটিভ হওয়ার ১০ দিন পরও অনেকের পজিটিভ থাকতে পারে।সে কি অন্যের জন্য ক্ষতিকর?

উত্তর: না। নিষ্ক্রিয় RNA infectious না।

৮. কোভিড পজিটিভ হওয়ার ১০ দিন পর কি আবার টেস্ট করা উচিত?

উত্তর: যদি নেগেটিভ রিপোর্ট ছাড়া আপনার চাকরিজীবন বা জনজীবনে কোনো সমস্যা হয় তাহলে করান। অন্যথায় দরকার নেই। ধন্যবাদ।

লেখক: চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ

ঢাকাটাইমস/৫জুলাই/এসকেএস