বোয়ালমারীতে শিশু ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৫:১৫

ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার সকাল ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে সর্বোস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দ্রুত আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুর্তজা তমাল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু, মুশফিকুর রহিম, নাঈম, অনিক, আলিমুজ্জামান শিমুল, জং হাবিব, রাকিব প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ জুন পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর উত্তরপাড়া মাঠে আট বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

শিবপুর গ্রামের অনিক শেখ (১৯) প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। ঘটনার দিন সকালে শিশুটির বাবা বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিল। সকাল সাড়ে ৮টার দিকে অনিক শেখ শিশুটিকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের পাট খেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক পালাতক রয়েছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :