ট্রেবল জেতার স্বপ্ন দেখছে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৫:১৮

বুন্দেসলিগার শিরোপা জয়ের রেশ না কাটতেই আরেকটি শিরোপা জিতল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এবার লেভারকুসেনকে ৪-২ গোলের হারিয়ে জার্মান কাপের শিরোপা ধরে রাখল বায়ার্ন। দুই শিরোপার পর এবার ট্রেবল জেতার স্বপ্ন দেখছে হ্যান্স ফ্লিকের দল।

এ নিয়ে রেকর্ড ২০ বারের মতো জার্মান লিগের শিরোপা জিতল বায়ার্ন। ফলে ২০১২-১৩ মৌসুমের পর আরো একবার ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলটি।

এদিন জোড়া গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লিওয়ানডোস্কি। প্রথমার্ধে ডেভিড আলাবা ও জিনাব্রির লক্ষ্যভেদে ২ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

৫৯ মিনিটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লিওয়ানডোস্কি।

৬৩ মিনিটে এক গোল শোধ দেন সভেন বেন্ডার। ৮৯ মিনিটে নিজের জোড়া পূর্ণ করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লেওয়ানডোস্কি।

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে লেভারকুসেনের হয়ে কাই হাভার্টজ আরেকটি গোল শোধ করলেও শিরোপা জয়ের উল্লাস থামাতে পারেনি বায়ার্ন মিউনিখের।

ওয়াইট্রেবল জিততে বায়ার্নের সামনে আছে চ্যাম্পিয়নস লিগ। আগামী মাসে পর্তুগালের লিসবনে হবে লিগের বাকি অংশ। তবে চ্যাম্পিয়নস লিগ জিততে শেষ ষোলোর বাধা এড়াতে হবে দলটিকে।

যদিও ইংলিশ ক্লাব চেলসিকে লন্ডনে গিয়ে প্রথম লেগে ৩-০ গোলে হারানোয় শেষ ষোলোর বাধা এড়ানোর পথেই আছে দলটি।

গতকাল দলটির অধিনায়ক নুয়্যার ম্যাচশেষে জানালেন ট্রেবল জিতে ২০১৩ সালের স্মৃতি ফিরিয়ে আনতে চান, ‘আমরা এখন একটু বিরতি পাচ্ছি। আমাদের এখন ফর্মটা ধরে রাখা নিশ্চিত করতে হবে এবং চেষ্টা করতে হবে ট্রেবল জেতার। গত কয়েক সপ্তাহে আমরা সবাই দেখেছি বায়ার্ন মিউনিখ কতটা অনুপ্রাণিত ও ক্ষুধার্ত হয়ে আছে সাফল্য পেতে। এখন পর্যন্ত যা অর্জন, সেটিও অনেক বড়।’

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :