মাগুরায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মুত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৬:৪৯

মাগুরায় করোনা উপসর্গ নিয়ে শফিউদ্দিন চোপদার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার ভোর ৪টার পৌরসভার ভায়না চোপদার পাড়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।

মৃতের পরিবার জানান, গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন শফিউদ্দিন চোপদার। গত শনিবার মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, শনিবার মৃত ব্যক্তিরসহ ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও এগুলোর ফলাফল পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।মৃত্যু হয়েছে চারজনের।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :