মসজিদে প্রথম কাতার শুধুই অফিসারদের!

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২০:০৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা। এর বাইরে অন্য কেউ বসতে পারবেন না। এ সংক্রান্ত একটি জরুরি নোটিস লাগানোর ঘটনায় রবিবার দুপুরে মসজিদ কমিটির জরুরি সভায় কমিটির সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘কাউকে না জানিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নোটিসটি দিয়েছিলেন। পরে জানতে পেরে সেটি উঠিয়ে ফেলা হয়। এ ঘটনায় জরুরি সভা ডেকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আল আমিনকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মসজিদে প্রবেশের দরজাসহ মসজিদের বিভিন্ন জায়গায় অফিসারদের প্রথম কাতারে বসার নোটিস লাগিয়ে দেয় মসজিদ কমিটি।

(ঢাকাটাইমস/৫জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :