শরীরে করোনারোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না জানা যাবে পরীক্ষায়

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ২০:২৬

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস

আপনার শরীর কি করোনার সঙ্গে লড়াই করে টিকতে পারবে? অর্থাৎ করোনারোধী অ্যান্টিবডি শরীরে তৈরি হয়েছে কি? এসব প্রশ্নের উত্তর জানা যাবে ছোট্ট একটি পরীক্ষা করেই। এই পরীক্ষার নাম দেওয়া হয়েছে কোভিড অ্যান্টিবডি টেস্ট। সম্প্রতি ভারতে এই অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে। 

এই পরীক্ষায় দেখা হবে কোনও ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডির উপস্থিতির পরিমাণ কতটা। এবার প্রশ্ন কোনও ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি কীভাবে তৈরি হবে। যদি কখনও আগে করোনা ভাইরাস কম শক্তিশালী চরিত্র নিয়ে শরীরে প্রবেশ করে, তবেই কোনও ব্যক্তির শরীরে কোভিড অ্যান্টিবডি তৈরি হতে পারে।

কম শক্তিশালী চরিত্রের করোনা ভাইরাস আগে শরীরে প্রবেশ করলে, তা থেকে কোনও মারণ রোগের উৎপত্তি হওয়ার কথা নয়।

কোভিড অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে কোনওভাবেই করোনা টেস্ট করা হচ্ছে না। এটা শুধুমাত্র শরীরের অ্যান্টিবডি লেভেলের পরিমাণ জানাবে। এরই সাথে জানা যাবে পূর্বে ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিল কীনা।

(ঢাকাটাইমস/৫জুলাই/এজেড)