করোনায় বগুড়ার কৃষি ডিডির মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২২:২৭

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদ (৫৫)। রবিবার বেলা সোয়া এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদুজ্জামান জানান, গত দুই সপ্তাহ আগে আবুল কাশেম আজাদের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। তিনি টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করান। এরপর করোনা পজিটিভ ফলাফল পেয়ে গত ২৪ জুন ময়মনসিংহে তার বাসায় চলে যান। তার ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশোনা করার কারণে সেখানে ভর্তি হন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার মারা যান।

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :