বঙ্গবন্ধু সেতুপূর্ব তীর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২২:৪৮

বঙ্গবন্ধু সেতুপূর্ব তীর রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫টি ভিটেবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার রাতে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়া উত্তরপাড়া এলাকায় এই ভাঙন শুরু হয়।

জানা যায়, চলতি অর্থ বছরে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার গোরিলাবাড়ি থেকে বেলটিয়া পর্যন্ত ৪৫৫ মিটার এলাকায় তীর বক্ষা বাঁধ নির্মাণ করে। বাকি অংশ পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ করার কথা ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেনি। পরে শনিবার রাতে বেলটিয়া উত্তরপাড়া এলাকায় তীর বক্ষা বাঁধের শেষ অংশে ভাঙন শুরু হয়। ওই রাতে এ ভাঙনে প্রায় ২৫টি ভিটেবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী এহসানুল কবির পাভেল বলেন, ‘সম্প্রতি বঙ্গবন্ধু সেতু থেকে আড়াই কিলোমিটার দূরে বেলটিয়া এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সেখানে বাকি অংশটুকু পানি উন্নয়ন বোর্ডের কাজ করার কথা ছিল। কিন্তু এর আগেই বাঁধের ৩৫ মিটার অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ভাঙন রোধে প্রাথমিকভাবে সেখানে জিও ব্যাগ ফেলা হবে। এরপর অনুমোদন পেলে আগামী মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’

স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, ‘ভাঙনের বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন দুই একদিনের মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করবেন। এরপরই যতদ্রুত সম্ভব ভাঙনরোধে কাজ করা হবে।’

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :