ইউরোপিয়ান আওয়ামী লীগের নামে ভুয়া ফেসবুক আইডি

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ২২:৫৮

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

সর্ব ইউরোপের আওয়ামী লীগের নামে ভুয়া পেজ ও ফেসবুক আইডির বিষয়ে সব সময় সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা। একইসঙ্গে ভুয়া পেজ ও আইডি খুলে অসাংগঠনিক কার্যক্রম বন্ধ না করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেছেন, আমরা ইদানিং লক্ষ্য করছি যে, ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের’ নামে কে বা কারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ এবং ফেসবুক আইডি খুলে দল ও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে করে দেশে এবং প্রবাসে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ এটি- facebook.com/ae.awamileague এবং এর বাইরে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের আর কোনো পেজ কিংবা ফেসবুক আইডি নেই। ইউরোপের আওয়ামী লীগের নেতা কর্মীদের এসব ভুয়া পেজ ও ফেসবুক আইডির ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে অনুরোধ করছি।

এই ধরনের অসাংগঠনিক কার্যক্রম বন্ধ না করলে প্রমাণের ভিত্তিতে ভুয়া ফেসবুক পেজ পরিচালনাকারীর বিরুদ্ধে সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫জুলাই/কেএম)