জাপানে ভয়াবহ বন্যায় নিহত ৩৪

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০৯:২২ | আপডেট: ০৬ জুলাই ২০২০, ০৯:২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

জাপানে ভয়াবহ বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ ও আহত হয়েছেন। দক্ষিণ জাপানের কুমামোতোতে ভয়াবহ বন্যায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

শনিবার দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্তত ১১ টি জায়গায় নদীর জল ফুলেফেঁপে উঠেছে। হিতোয়োশি ও আশিকিতাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

এরই মধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।

বিবিসি বলছে, বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ঢাকা টাইমস/০৬জুলাই/একে