সাউদাম্পটনের বিপক্ষে হারল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ০৯:৪৭

তিনদিন আগেই ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগ জেতা লিভারপুলকে নাকানি-চুবানি খাইয়েছিলো ম্যানচেস্টার সিটি। কিন্তু তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে ক্ষুরধার হয়ে উঠতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা; বরং ১-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

লিগ শিরোপা আগেই হাতছাড়া হলেও নিজেদের বাকি থাকা ৭ ম্যাচে জয় দিয়েই শেষ করতে চেয়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সঠিক পথেই হাঁটছিল সিটি। তবে এক ম্যাচ পরে এসেই হোঁচট খেতে হলো সিটিজেনদের। চলতি মৌসুমে এটি সিটিজেনদের ৯ম হার। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন সাউদাম্পটনের অ্যাডামস। ২৩ বছর বয়সী তারকার প্রিমিয়ার লিগে এটিই প্রথম গোল।

ম্যাচের ১৬ মিনিটেই দলকে লিড এনে দেন অ্যাডামস। এরপর ম্যাচজুড়ে দাপট দেখালেও সমতা আনতে পারেনি সিটি। ম্যাচ জুড়ে ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল সিটি। এরপরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এরই মধ্যে শিরোপা হারানো দলটিকে।

৩৩ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। এরই মধ্যে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা লিভারপুলের পয়েন্ট সমান ম্যাচে ৮৯। সাউদাম্পটন ৪৩ পয়েন্ট নিয়ে আছে ১৩তম স্থানে।

(ঢাকাটাইমস/০৬ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :