‘গাভাস্কার নিকৃষ্টতম নেট ক্রিকেটার ছিলেন’

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ১২:১০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সুনীল গাভাস্কার। দেশের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছেন। টেস্টে ভারতের হয়ে ১০ হাজারের উপর রান। ক্রিকেটমহলে তার পরিচয় সানি গাভাস্কার নামে। ভারতীয় ক্রিকেটের সেই কিংবদন্তিকে ‘নিকৃষ্টতম নেট ক্রিকেটার’ বললেন জাতীয় দলে খেলা তারই সতীর্থ কিরণ মোরে।

বন্ধু মোরে সানির সঙ্গে ক্রিকেট খেলেছেন। দেশের হয়ে দুই ক্রিকেটার প্রায় চার বছরে ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন। সিনিয়র সুনীল গাভাস্কার সম্পর্কে মোরের গলায় অবশ্য ভিন্ন সুর। সুনীলকে ‘নিকৃষ্টতম নেট ক্রিকেটার’ বলছেন তিনি। পুরো বিষয়টা অবশ্য মোরে ঘুড়িয়ে বলতে চেয়েছেন।

আসলে মোরে বলতে চেয়েছেন, নেটে নিকৃষ্ট ক্রিকেটার হলেও মাঠে প্রতিটি শটেই ফ্যানেদের হৃদয়ে গাভাসকর জায়গা করে নিতে পারতেন। এক রেডিও শো’তে মোরে বলেছেন, ‘নেটে গাভাস্কার আমার চেয়ে নিকৃষ্টতম ক্রিকেটার। কোনওদিন ও নেট প্রস্তুতিতে স্বচ্ছন্দ ছিলেন না। ওর নেট ব্যাটিং ও মাঠের ব্যাটিংয়ে কোনও মিল থাকত না। নেটে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও বাইশ গজে রাজার মতো ব্যাটিং করে যেত। নেটে ওর ব্যাটিং সমস্যা দেখে বহুবার ভেবেছি, পরদিন কীভাবে ম্যাচে ব্যাটিং করবে।কিন্তু পরের দিন ম্যাচের মুহূর্তে ওর ব্যাটিং দেখে সবাই চমকে যেতাম। নেটে সমস্যায় পড়ার পর বাইশ গজে রাজকীয়ভাবে ব্যাটিং করে যাওয়া আমি সত্যিই অবাক হতাম।’

এখানেই না থেমে মোরে আরও বলেছেন, ‘ওর যে পর্যায়ের মনসংযোগ রয়েছে, কোনও ক্রিকেটারের এমন মনসংযোগ দেখিনি। একবার গাভাসকর নিজের মনসংযোগে ঢুকে গেলে কেউ ওকে টলাতে পারবে না। সেই মুহূর্তে সুনীল শুধুই ক্রিকেট নিয়ে ফোকাসে থাকবে।’

(ঢাকাটাইমস/০৬ জুলাই/এআইএ)