১৩ জুলাই ইতালি প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ১৫:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে এসে আটকা পড়া ইতালি প্রবাসীদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটি আগামী ১৩ জুলাই ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইতালির রোমের উদ্দেশে ছেড়ে যাবে।

এটি করোনাকালে ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানের ৬ষ্ঠ ফ্লাইট। সোমবার বিমানের ওয়েবসাইটে বিশেষ এই ফ্লাইটটির ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইতালীয় দূতাবাসের সহযোগিতায় আগামী ১৩ জুলাই ঢাকা থেকে ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটের যাত্রীদের তালিকা ইতোমধ্যে বিমানকে সরবরাহ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তালিকায় থাকা যাত্রীদের ৮ জুলাই পর্যন্ত বিমানের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে।

ফ্লাইটে ইকোনমি শ্রেণির আসনের টিকিট মূল্য ৯২ হাজার ৩০ টাকা এবং বিজনেস শ্রেণির টিকিট মূল্য এক লাখ ১৯ হাজার ৯৮২ টাকা ধরা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এনআই/এমআর)