কর্তৃপক্ষের আশ্বাসে বারডেমে আন্দোলনকারীদের কর্মসূচি মুলতবি

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ১৬:২১ | আপডেট: ০৬ জুলাই ২০২০, ১৬:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দাবি মেনে নেয়া হবে- হাসপাতাল কর্তৃপক্ষের এমন আশ্বাসে অবস্থান কর্মসূচি আপাতত মুলতবি করেছেন বারডেম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসাররা।

সোমবার বিকালে আন্দোলনকারী চিকিৎসক সজীব রায় ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সজীব জানান, 'আজ বারডেম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়। আলোচনার সাপেক্ষে আমাদের যৌক্তিক দাবির বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দেন৷ কর্তৃপক্ষের প্রতিশ্রুতির ভিত্তিতে এবং করোনাকালে রোগীদের চিকিৎসার সুবিধার্থে আমরা অবস্থান কর্মসূচি আপাতত মুলতবি ঘোষণা করলাম।'

তিনি আরও বলেন, 'আমরা কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতির বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করব। যদি প্রতিশ্রুতির ব্যত্যয় হয়, তাহলে আমরা বারডেম আবাসিক মেডিকেল অফিসার্স ফোরাম থেকে আরও বৃহত্তর কর্মসূচি পালন করতে বাধ্য হবো।'

এর আগে গত রবিবার চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে নামেন হাসপাতালে কর্মরত শতাধিক আবাসিক মেডিকেল অফিসার। প্রধানমন্ত্রীর কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

(ঢাকাটাইমস/০৬জুলাই/কারই/জেবি)