দিনাজপুরে বিআরটিসির বাসচাপায় পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৮:১৮

দিনাজপুরে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় অটো-চার্জার রিকশা ভ্যানের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর বীরগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাসটি বীরগঞ্জের ২৫ মাইল নামক স্থানে একটি অটো চার্জার চালিত রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে বাসের চাপায় রিকশাভ্যানের চারজন যাত্রী নিহত হয়। নিহতরা হলেন, নারগিস (৪৫), আসমা (৪৩), লামিয়া (২১) ও নাইম (২২)। গুরুতর আহত ভ্যানচালককে বীরগজ্ঞ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার নাম জানা যায়নি।

চার্জার চালিত রিকশাভ্যানটি বীরগজ্ঞ থেকে ২৫ মাইলের রনগাঁও মহনপুর এলাকায় যাচ্ছিলো। বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগজ্ঞ সার্কেল) আব্দুল ওয়ারেশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :