ভৈরবে করোনায় আরও দুই মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২০:৩৮

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর শহরের শহিদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এদিকে সোমবার চিকিৎসাধীন অবস্থায় শাহানা বেগম (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদ মিয়া পেশায় ব্যবসায়ী ছিলেন। ২ জুন তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে গত ৪ জুন শাহানা বেগমের করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, নতুন দুইজনসহ ভৈরবে এ পর্যন্ত করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভৈরবে এ পর্যন্ত ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মার্চ মাসে আক্রান্ত হন ৪৬ জন। এপ্রিলে আক্রান্তের সংখ্যা হয় ১১৭ জন। এপ্রিলেই করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। তবে জুলাই মাসের প্রথম দিন থেকে সংক্রমণ কমে এসেছে। মাসের প্রথম চার দিনে সংক্রমিত হয়েছেন চারজন।

ঢাকাটাইমস/৬জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :