জয়পুরহাটে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২০:৪৮

বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে জয়পুরহাটে ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার ভাদশা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।

সহায়তার মধ্যে ছিল- চাল, মাস্ক, ব্লিচিং পাওডার ও নগদ অর্থ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অশোক ঠাকুর ও ভাদশা ইউপি চেয়ারম্যান সোরয়ার হোসেন স্বাধীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, করোনার প্রভাবে পুরো দেশের মতো আমাদের এলাকার মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। তার ওপর দুই দফার ঘূর্ণিঝড় উপজেলার অনেক মানুষকে গৃহহীন করেছে। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে সরকারের এলজি, এসপি প্রকল্পের আওতায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :