চলতি সপ্তাহেই আসছে বিশ্বকাপ স্থগিতের ঘোষণা!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২২:৫৪

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে, করবে-না, এ নিয়ে সিদ্বান্তহীনতায় দুলছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল দু’মাসে তিনবার বৈঠক করেও কোন সিদ্বান্ত নিতে পারেনি আইসিসি।

আইসিসি কোন সিদ্বান্ত নিতে না পারলেও, বিশ্বকাপ আয়োজনের পক্ষে এখন পর্যন্ত ক্রিকেট বিশেষজ্ঞরা-সাবেক, বর্তমান ক্রিকেটাররা কেউই মত দেননি। সকলেই বিশ্বকাপ আয়োজনের বিপক্ষেই ছিলেন।

এমনকি আয়োজক দেশ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিল, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতি আর্ল হেডিংস বলেছিলেন, করোনার মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন ‘অবাস্তব’ এবং ‘কঠিন’।

তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন দিয়েছে, অক্টোবরে টি-২০ বিশ্বকাপের ভাগ্য ঠিক হয়ে গেছে। এ বছরের নির্ধারিত টি-২০ বিশ্বকাপ হচ্ছে না।

‘টেলিগ্রাফ’ ও ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে এই সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হবে।

আগামী ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু আগামী বছরও টি-২০ বিশ্বকাপ রয়েছে। যেটির আয়োজক ভারত। তাই এক বছরে দু’টি বিশ্বকাপ আয়োজন করবে না আইসিসি। তাই পরপর দু’টি বিশ্বকাপ নিয়েও বড় ধরনের চিন্তায় পড়তে হবে আইসিসিকে।

এ বছর টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সম্ভাবনা অনেক বেশি। শ্রীলংকা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে পারে আইপিএল। ভারতে করোনা সংক্রমনের হার দিন দিন বেড়ে চলার কারণে বিদেশের মাটিতে হতে পারে আইপিএল।

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :