বান্দরবানে সন্ত্রাসীদের দুপক্ষে গোলাগুলি, নিহত ৪

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০৮:৪০ | আপডেট: ০৭ জুলাই ২০২০, ০৮:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সন্ত্রাসী দলের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে চারজন মারা যান। আহত হন তিনজন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গোলাগুলির খবর নিশ্চিত করলেও কতজন হতাহত হয়েছেন সেই সংখ্যাটা বলতে পারিননি। ঢাকাটাইমসকে ওসি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় দুই গ্রুপের গোলাগুলির খবর শুনেছি। আমরা সেখানে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছলে জানতে পারবো প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছে। তবে এ ঘটনায় কতজন মারা গেছেন? তাদের পরিচয় কী? কী কারণে গোলাগুলি হয়েছে সেসব সম্পর্কে এখনও আমরা কিছু বলতে পারছি না।

বাগমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

ঢাকাটাইমস/৭জুলাই/এএ/এমআর