বাতাসে ভেসে বেড়ায় করোনা, দাবি বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ০৯:৩৩

বাতাসেও বেঁচে থাকার ক্ষমতা রাখে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ তত্ত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সন্দিহান থাকলেও এক দল বিজ্ঞানী দাবি করছেন, বাতাসে করোনার বেঁচে থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদনে প্রকাশ হয়, ৩২ দেশের ২৩৯ বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন বাতাসে করোনার বেঁচে থাকার ক্ষমতা রয়েছে।

সাধারণত, হাঁচি, কাশি কিংবা কথা বলার সময়ে বের হওয়া লালারসের ফোঁটার মাধ্যমে করোনা মানুষের থেকে মানুষের শরীরে সংক্রমণ ছডায়। এর জন্য সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে, বিজ্ঞানীদের দাবি, তাদের তত্ত্ব প্রমাণিত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা পর্যালোচনা করা উচিত।

জানা গিয়েছে, আগামী সপ্তাহেই বিজ্ঞানীদের এই গবেষণা একটি জার্নালে প্রকাশিত হবে। বিজ্ঞানীদের দাবি, হাঁচি-কাশির মাধ্যমে বের হওয়া বড় বা ছোটো লালা রসের ফোঁটায় বাতাসে করোনা উড়ে বেড়াতে সক্ষম।

বিজ্ঞানীদের একাংশের অনুমান ছিল, নির্গত ফোঁটা নীচে পড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের আয়ুও শেষ হয়ে যায়। এজন্যই সামাজিক দূরত্ব বিধি মানার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু বাতাসে করোনা ভেসে বেড়ালে সামাজিক দূরত্বের নিয়মও পাল্টে যেতে পারে।

বিজ্ঞানীদের দাবি, একটি বদ্ধ ঘরে বাতাসের মধ্যে করোনা দিব্যি ভেসে বেড়াতে পারে। তাই তাদের পরামর্শ, ঘরের জানালা দরজা খোলা রাখা প্রয়োজন।

যদিও বিজ্ঞানীদের এই দাবি নিয়ে এখনও কোনো বক্তব্য জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার কারিগরি প্রধান চিকিত্সক বেনেদেতা অ্যালেগ্রানজি জানান, বেশ কয়েক মাস ধরে আসা বিভিন্ন ঘটনা থেকে বোঝা যাচ্ছে বাতাসে করোনা ভেসে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু অকাট্য যুক্তি বা প্রমাণ তাদের কাছে নেই।

ঢাকা টাইমস/০৭জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :