কুমিল্লা মেডিকেলে করোনায় দুই মৃত্যু, উপসর্গে আরও তিন

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ১০:৩৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমিরউদ্দিন খান জম্পির ভাই মনিরউদ্দিনসহ আরও পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের মধ্যে মনিরউদ্দিন এবং ৩৬ বছরের এক নারী করোনা আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইসিইউতে মারা যাওয়াদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন দুইজন। বাকি তিনজনের করোনা উপসর্গ ছিল।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার জমিরউদ্দিন খানের ছেলে মনিরউদ্দিন খান (৫০), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উনাইশহর এলাকার কাজী শহিদের মেয়ে সালমা (৩৬)। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার নগরীর জাকুনিপাড়া এলাকার কানু লাল (৭৩), কুমিল্লা নগরীর পূর্ব বাগিচাগাঁও এলাকার মৃত অরিণী বকসীর ছেলে স্বপন (৬৫) এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত সামছউদ্দিননের মেয়ে হাসিনা (৫৭)।

উল্লেখ্য মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২৮ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৪জন ও করোনা উপসর্গ ৬৪ জন।

কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ২৫ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন।

ঢাকাটাইমস/৭জুলাই/প্রতিনিধি/এমআর