টাইগারদের ভাগ্য নির্ধারণে রাতে কোয়াবের বৈঠক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ১৫:০৪

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই বাংলাদেশে সব ধরনের ক্রিকেট একেবারেই বন্ধ রয়েছে। দীর্ঘদিনের ক্রিকেট বিরতিতে টাইগার ক্রিকেটাররা মানসিক ও শারীরিক অস্থিরতায় ভুগছেন, মুখিয়ে আছেন বাইশ গজে ফিরতে। আজ রাতেই কোয়াবের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা, যেখানে নির্ধারিত হবে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য।

করোনা ভাইরাসের ভয়াবহতা বেশ ভালোভাবেই উপলব্ধি করেছে ক্রিকেট বিশ্ব। এর ফলে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সমস্ত ক্রিকেট টুর্নামেন্ট। তবে লম্বা সময় খেলা্র বাইরে থাকার ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোর্ডগুলোও। যেকারণে এরই মদ্যে খেলায় ফেরার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি খেলুড়ে দেশ। আগামীকাল (০৮ জুলাই) ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ সময় বাদে ক্রিকেট ফিরছে বাইশ গজে।

তবে ‍ভাগ্য খারাপ বাংলাদেশের ক্রিকেটারদের। খেলা শুরু ত পরের কথা দেশের করোনা পরিস্থিতির জন্য ক্রিকেটারদের অনুশীলনের অনুমতিই দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে বেশ বিপাকে পড়েঠেন ক্রিকেটাররা। বোর্ডকে আবার খেলা শুরুর প্রস্তাব দিতে আজ (০৭ জুলাই) রাত নয়টায় বৈঠকে বসবেন খেলোয়াড়রা।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনায় যোগ দিবেন জাতীয় দলসহ ঘরোয়া লিগে খেলা ক্রিকেটাররাও। যদিও কোয়াবের পক্ষ থেকে এর আগেও কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাতে।

কোয়াবের বৈঠক নিয়ে জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান গণমাধ্যমকে বলেন, ‘আমরা কোয়াবের সঙ্গে বৈঠক করব। ঘরে বসে থাকা এখন আমাদের জন্য কঠিন। তাই যত দ্রুত ফেরা যায় তা নিয়ে আলোচনা হবে। এখন সময় এসেছে করোনার সঙ্গে মানিয়ে চলার। করোনার ভয়ে যদি এভাবে বাসায় বসে থাকি, আমাদের ক্রিকেট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে।’

ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ইলিয়াস সানিও ক্রিকেট ফেরানোর পক্ষে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ক্রিকেট বিরতিতে আমাদের ক্যারিয়ার এখন হুমকির মুখে। তাছাড়া আমাদের রোজগারের পথটাও বন্ধ হয়ে আছে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের উপর আমরা যারা নির্ভর করে থাকি, তারা খুব অসহায় বোধ করছি।’

(ঢাকাটাইমস/০৭ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :