চুয়াডাঙ্গা পুলিশের এক লাখ মাস্ক বিতরণের উদ্যোগ

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ১৫:৩২ | আপডেট: ০৭ জুলাই ২০২০, ১৫:৩৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বর থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। উদ্বোধনী দিনে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘করোনাকালে আমরা অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণসহ বেশ কিছু ইতিবাচক কাজ করেছি। এসব কাজ করতে গিয়ে আমাদের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও আমরা দায়িত্বও কর্তব্য থেকে পিছু হটেনি।’

তিনি জানান, করোনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ায় জেলা পুলিশ সচেতনতা সৃষ্টিসহ অস্বচ্ছলদের মাঝে মাস্ক বিতরণের এ উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে এক লাখ মাস্ক বিতরণ করা হবে উল্লেখ করে পুলিশ সুপার জানান, শুধু জেলা শহরে নয় জেলার প্রতিটি প্রান্তে তাদের এ কার্যক্রম চলবে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব হাসান, ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

ঢাকাটাইমস/৭জুলাই/পিএল