মাগুরায় করোনামুক্ত হওয়ার তিন দিন পর কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ১৬:১৮

মাগুরায় করোনামুক্ত হওয়ার তিন দিন পর দবির হোসেন (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে জেলা সদরের কান্দা বাঁশকোটা গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় সাতজনের মৃত্যু হয়েছে।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, দবির হোসেন করোনা উপসর্গ নিয়ে গত ২৫ জুন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় গত ২৮ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। পরে তিনি সুস্থ হয়ে ৪ জুলাই নিজ বাড়িতে ফিরে যান। সেখানে হোম আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ওই রাতেই ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় মোট ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৬১ জন।

ঢাকাটাইমস/৭জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :