২০২০ সালে করোনা থেকে মুক্তি নেই!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ১৮:৩২

ভারতে করোনা পরিস্থিতি কিছুতেই আয়ত্বে আসছে না। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি ভারত জুড়ে। বিশ্বে মোট করোনা আক্রান্তর পরিসংখ্যানে ভারত এবার রাশিয়াকে ছাপিয়ে এখন তৃতীয় স্থানে। এ বছর আর কোভিড-১৯ থেকে মুক্তি নেই! সবাইকে এটা মেনে নিতেই হবে। করোনা নিয়ে উদ্বেগের কথা শোনালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআই-এর টুইটার হ্যান্ডেল-এ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে আড্ডায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও নানা কথা বলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আগামী ২-৩ মাস এরকমই চলবে। কিছুটা কঠিন সময়। আমাদের সহ্য করেই নিতে হবে। এই বছরের শেষ কিংবা ২০২১ সালের প্রথম দিকে হয়তো আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।

সেই সঙ্গে সৌরভ আরও বলেন, ‘ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। ততদিন আমাদের সতর্ক থাকতে হবে। সবাই জানি কী হচ্ছে। আমরা তো কেউই অসুস্থ হতে চাই না। তবে ভ্যাকসিন চলে এলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আর সব অসুখের মতোই হয়ে যাবে।’

কোভিডের বিরুদ্ধে লড়াইকে ব্যাটিংয়ের সঙ্গে তুলনা করে সৌরভ বলেন, ‘সব পিচে একই রকম ব্যাটিং চলে না। স্লো উইকেটে একরকম খেলতে হয়। টার্নিং উইকেটে আরেকভাবে খেলতে হয়। আবার প্রাণহীন পিচেও অন্যভাবে ব্যাটিং করতে হয়। কোভিড এখন এমন পর্যায়ে আছে সেখান থেকে আমাদের লড়াই করে বাঁচতে হবে।’

(ঢাকাটাইমস/৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :