আশুলিয়ায় করোনা আক্রান্ত ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় সুলতান মাহমুদ (৫৮) নামে করোনা আক্রান্ত এক ব্যবসায়ী ‘আত্মহত্যা’ করেছেন। তিনি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ইলেকট্রিক পার্সের ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার নিজ বাড়ির দু’তলার একটি কক্ষ থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃতের স্বজনরা জানায়, দীর্ঘ দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন সুলতান মাহমৃদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করারও কথা ছিল তার। সবশেষ শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। মঙ্গলবার সকালে বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) মিরাজুল ইসলাম জানান, হৃদরোগের পাশাপাশি করোনা পজেটিভ হওয়ায় অবসাদগ্রস্থ হয়ে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকাটাইমস/৭জুলাই/পিএল