করোনা রোগী পরিবহনে বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ২০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বরিশালে বাসদের উদ্যোগে চালু হলো করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স। করোনা আক্রান্ত বা করোনা উপসর্গের রোগীরা জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিনা মূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন। মঙ্গলবার নগরীর অশ্বিনিকুমার হলের সামনে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

তিনি বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে থাকব।’

বাসদের সমস্য সচিব মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘আমাদের সামর্থ্য ক্ষুদ্র হলেও মানুষের সহযোগিতা আর ভালবাসায় আমরা একের পর এক অসাধ্য সাধন করে যাচ্ছি। একদিকে আমরা এই করোনা দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, ফি বাতিল করে করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি। অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।  ইতোমধ্যে রোগীদের জীবন রক্ষার্থে অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য ও ওষুধ সরবরাহ করছি এবং চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান, হানিফ হাওলাদার, রুবেল হাওলাদার এবং করোনা অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক টিমের চার সদস্য।

ঢাকাটাইমস/৭জুলাই/জেআর/পিএল