পিরোজপুরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২০:৩৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনার উপসর্গে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন/চার দিন পূর্বে ওই বৃদ্ধের সামান্য জ্বর, সর্দি-কাশি দেখা দিলে স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে তাকে খাওয়ানো হয়। গত রবিবার তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে উপজেলার স্থানীয় দধিভাঙ্গা বাজার থেকে ওষুধ কিনে খাওয়ালে জ্বর না কমায় সোমবার বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই ব্যক্তি বরিশাল যেতে রাজি না হওয়ায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ফেরদৌস ইসলাম বলেন, দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে বরিশাল নিয়ে যেতে বললেও তাকে সেখানে নেওয়া হয়নি। পরে বাড়িতে শ্বাসকষ্ট নিয়ে মারা যান।

করোনার উপসর্গে মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য পরিবারকে বলেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :