ঠাকুরগাঁওয়ের সীমান্তের নাগরনদীতে যুবকের লাশ

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ২১:২১

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের নাগরনদী থেকে রাজু আহম্মেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই সীমান্তের গেরুয়াডাঙ্গী এলাকায় ১৪৯ নং পিলার এলাকার নদীতে ভাসতে দেখে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজু আহম্মদ ওই উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, নিহত রাজুসহ বেশকিছু শ্রমিক পানিপথে ভারতের পাঞ্জাব এলাকায় গিয়ে ইটভাটায় কাজ করতেন। গত রবিবার রাতে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাড়িতে ফিরছিলেন। এসময় ভারতের ১৪৬ কৃষানগঞ্জ বিএসএফ’র সদস্যরা তাদের  ধাওয়া দিলে তারা নদীতে ঝাঁপ দেয়। অন্যরা সাতরিয়ে পাড়ে উঠলেও সাঁতার না জানার কারণে রাজু পানিতে তলিয়ে যায়। পরে রাজুর সহকর্মী ও পরিবারের লোকজন তাকে নদীতে খোঁজাখুজি করেও পায়নি। পরে মঙ্গলবার তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়দের খবরে পুলিশ তা উদ্ধার করে।

ওসি জানান, ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৭জুলাই/পিএল