এক যুগ শিকলবন্দি উপজাতি নারী, জোটেনি প্রতিবন্ধী ভাতা

খোরশেদ আলম, শেরপুর
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ১১:৪৮

শেরপুরের ঝিনাইগাতীতে এক যুগ ধরে শিকলবন্দি উপজাতি নারী নিরপতি কোচ (৩৭)। আর দেড় যুগ ধরে মানসিক ভারসাম্যহীন এই নারীর জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড চেয়েও পায়নি তার পরিবার।

নিরপতি কোচ কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সতেন্দ্র কোচের স্ত্রী। এক বছর আগে মারা যান স্বামী সতেন্দ্র কোচ। ২০ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর এক সন্তানের জননী হন নিরপতি কোচ। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন।

প্রথম দিকে রোগের মাত্রা কম থাকলেও টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারেনি পরিবার। বছর কয়েক পর সেই যে শিকলে বন্দি হন, তা আর খোলেনি। মায়ের বাড়িতেই আশ্রয়।

মানসিক ভারসাম্যহীনতার কারণে কর্মহীন হয়ে পড়া নিরপতি কোচের সংসারে অভাব-অনটন, দুঃখ-দুর্দশা নিত্যসঙ্গী। একবেলা খাবার জোটে তো আরেক বেলা উপোষ যায়। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন তাদের।

নিরপতি বৃদ্ধা মা পাতিশ্বরী কোচ বয়সের ভারে নুয়ে পড়েছেন। জমিজমা, সহায়-সম্বল নেই বললেই চলে। শিকলবন্দি মেয়ের মুখে একবেলা দুমুঠো খাবার তুলে দিতে দ্বারে দ্বারে হাত পাতেন তিনি। প্রতিবন্ধীদের কল্যাণে সরকারি ভাতার একটি কার্ড মেয়ের নামে পাওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন মা।

পাতিশ্বরী কোচ বলেন, তার মেয়ের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড চেয়ে বহু আবেদন-নিবেদন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। কিন্তু আজও নিরপতি কোচের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতার কার্ড।

এ ব্যাপারে জানতে চাইলে ওই ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অনুসন্ধান করে তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার ব্যবস্থা করা হবে।’

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :