বাাড়িতে ডাকাতি হওয়ায় ইতালি ছাড়বেন রিবেরি!

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ১২:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে এ মৌসুমেই  ফিওরেন্টিনায় পাড়ি জমিয়েছিলেন ফ্রাংক রিবেরি। ফ্লোরেন্সে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, ইতালির সঙ্গে খাপ খাইয়েও নিতে শুরু করেছিলেন  অভিজ্ঞ এই মিডফিল্ডার। কিন্তু মাঠে যখন খেলছিলেন, বাসায় ভয়ংকর একটা ডাকাতি হয়ে যায়। এরপর ইনস্টাগ্রামে ভীষণ ক্ষুব্ধ রিবেরি আভাস দিয়েছেন ইতালি ছাড়ার।

এই সপ্তাহেই পারমার মাঠে গিয়ে খেলছিল ফিওরেন্টিনা, ২-১ গোলের জয়ও পেয়েছে। সেই ম্যাচ খেলার সময়েই রিবেরির বাসায় হয়ে যায় ডাকাতি। পুরো বাসার ইলেকট্রনিক গ্যাজে, দামি ঘড়ি, ব্র্যান্ডের ব্যাগসহ মূল্যবান অনেক কিছুই নিয়ে গেছে তারা। শুধু জিনিসই নেয়নি, পুরো বাসা তছনছ করে দিয়েছে। সব ফার্নিচারের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রিবেরি এই ব্যাপারটাতেই বেশি খেপেছেন, ‘আমার কাছে সবচেয়ে ভয়ংকর ব্যাপার মনে হয়েছে আমার কাপড়চোপড়গুলোও ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে। এখন তো আমি বাইরেই বের হতে পারছি না। এই ব্যাপারটাই আমি মেনে নিতে পারছি না। ভাগ্য ভালো যে আমার স্ত্রী, ছেলেমেয়েরা মিউনিখে ছিল। কিন্তু এত কিছুর ওপর আমি এখানে নিরাপদ বোধ করব কীভাবে?’

ইন্সটাগ্রামের এই পোস্টেই আরও বিস্তারিত ব্যাখ্যা করেছেন রিবেরি, ‘দেখুন, আমি মিলিয়নিওয়ার হওয়ার জন্য দৌড়াই না। আমি ফুটবল ভালোবাসি, এটা আমার প্যাশন। কিন্তু পরিবার আমার কাছে সবার আগে। তাদের ভালো রাখার জন্য যা করার দরকার সেটা আমি করব।’

রিবেরির স্ত্রী ওয়াহিবা রিবেরিও নিজের উৎকন্ঠা জানিয়েছেন ইন্সটাগ্রামে, ‘এখানে যখন এসেছিলাম সবাই আমাদের ভালোভাবে বরণ করে নিয়েছিল। কিন্তু এরকম হবে, ভাবতেই পারিনি। আমরা কেউ তখন ছিলাম না, কিন্তু এখন খুবই ভয় পেয়েছি সবাই।’

এই মৌসুমে ফিওরেন্টিনার হয়ে সিরি আ তে ১৫টি ম্যাচ খেলে তিন গোল করেছেন ৩৭ বছর বয়সী রিবেরি। ফিওরেন্টিনা আছে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে।  

(ঢাকাটাইমস/০৮ জুলাই/এআইএ)