কুয়েতি নাগরিকত্ব থাকলে সাংসদ পদ হারাবে পাপুল: প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ১৪:২৫ | আপডেট: ০৮ জুলাই ২০২০, ১৪:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার  বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পাপুল কুয়েতের নাগরিক কিনাতা খতিয়ে দেখতে সরকার প্রতি আহ্বানের প্রেক্ষিতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন,  ‘যে সংসদ সদস্যের কথা বলা হচ্ছে তিনি কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের নমিনেশন চেয়েছিলেন। আমি দেইনি। ওই আসনটি আমরা জাতীয় পার্টিকে দিয়েছিলাম। কিন্তু তারা নির্বাচন করেননি। ওই লোক জিতে আসেন। আবার তার ওয়াইফকেও যেভাবে হোক এমপি করেছেন। তিনি কুয়েতের নাগরিক কিনা সেই বিষয়ে আমরা কুয়েতে কথা বলছি। সেটা দেখবো।

শেখ হাসিনা বলেন, ‘আর সেটা হলে তার ওই সিট হয়তো খালি করতে হবে। কারণ যেটা আইনে আছে সেটা হবে। তার বিরুদ্ধে আমরা দেশেও তদন্ত করছি।

এদিকে গতকাল পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছেন, কুয়েতে আটক বাংলাদেশি সাংসদের প্রেপ্তারের পর একমাস অতিবাহিত হলেও এখনও কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এনআই/ইএস)