১৪ দলের দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আমুর কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ১৮:৩০
ফাইল ছবি

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়ায় জোটের প্রধান নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। জানিয়েছেন, তিনি তার সাধ্য অনুযায়ী ১৪ দলকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন।

দায়িত্ব পাওয়ার পর বুধবার এক ভিডিও বার্তায় আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারলাম আমাকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। এই জন্য আমি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ১৪ দল যখন সৃষ্টি হয় তখন আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কঠিন অগ্নিঝরা দিনগুলোতে স্বৈরাচারবিরোধী ও খালেদা জিয়াবিরোধী আন্দোলনের সাথে ওৎপতভাবে জড়িত ছিলাম। আজকের সেই পুরানো দিনে আবার নতুন করে সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রধানমন্ত্রী যে দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’

আমু বলেন, ‘১৪ দল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সৃষ্টি হয়েছিল। তিনিই আমাদের ১৪ দলের চেয়ারপারসন। ১৪ দলের মূল নেতা হচ্ছেন তিনি। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগুলো আমরা বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি। আন্দোলন, সংগ্রামের জন্য তিনি যে যৌথ কর্মসূচি তিনি দিয়েছিলেন আমরা তার সবগুলো বাস্তবায়ন করেছি। আজকেও করোনা মোকাবেলায় তার যে কর্মসূচি এবং নির্দেশনা সেগুলো যেন বাস্তবায়িত হয় সঠিকভাবে।’

‘জনগণকে বোঝানো যে, আজকে লকডাউনটা যদি সঠিকভাবে পুরোপুরি সফল করা যায় তাহলে সংক্রমিত হতে পারতো না। সচেতনতা সৃষ্টি করাই আজকে মূল কাজ। আমি ১৪ দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো, তারা যেন এইদিকে বিশেষভাবে দৃষ্টি দেন।’

আমু বলেন, ‘আমি পরবর্তী সময়ে ১৪ দলের নেতাদের সঙ্গে আলাপ করবো। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমি এতদিন পর্যন্ত যিনি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তিনি তার অসুস্থ শরীর নিয়েও এই ১৪ দলের জন্য অনেক কাজ করেছিলেন। ১৪ দলকে তিনি সচল রেখেছিলেন। সকল কর্মসূচিকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাকে হারিয়ে ১৪ দলের অনেক ক্ষতি হয়েছে। আমি চেষ্টা করবো সেই ক্ষতিগুলো পূরণ করে দিতে।’

(ঢাকাটাইমস/০৮জুলাই/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :