‘সার নিয়ে অনিয়ম বরদাশত করা হবে না’

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ১৯:০৯

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সার নিয়ে গুজব ছড়িয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সার নিয়ে কোন অনিয়ম বরদাশত করা হবে না।

জেলা প্রশাসক বুধবার ২০১৯-২০ অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের কৃষি ভর্তুকি ব্যবস্থাপনা খাত হতে ডিলারদের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জেলার ১১২ জন ডিলারের মাঝে মোট ১৪২১.১৩ মে. টন সারের বিপরীতে ১ কোটি ২৭ লক্ষ ৯০ হাজার ১৭০ টাকা ভর্তুকির চেক তুলে দেন জেলা প্রশাসক।

অতুল সরকার বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের কোন কৃষকের যেন কোন ধরনের ক্ষতি না হয়- সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ আছেন। তাদের সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কৃষি খাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্তুকি দিয়ে কৃষককে সার দিচ্ছে।

তিনি বলেন, সরকারের গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে। দেশের কোন স্থানেই সারের কোন সঙ্কট নেই।

অতুল সরকার বলেন, সরকার প্রতিকেজি সারের জন্য ৯ টাকা করে ভর্তুকি দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসানসহ জেলা সদর ও উপজেলা থেকে আসা বিভিন্ন ডিলারবৃন্দ।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)