বিপিও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ২১:৩৭

ঢাকাটাইমস ডেস্ক

দেশের বিপিও / আউটসোর্সিং শিল্পের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং বাক্কো প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন।  

সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রসারমান বিপিও/ আউটসোর্সিং শিল্পের দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বাক্কো ও প্রাইম ব্যাংকের উদ্যোগে এই সহজ অর্থায়ন সুবিধা বিপিও/আউটসোর্সিং শিল্পের উদ্যোক্তাদের সহায়তা করবে।

এই চুক্তির ফলে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা র্পযন্ত লোন এবং অন্যান্য আর্থিক সেবা পাবে। এর ফলে উদীয়মান এই খাতের প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার সুযোগ পাবেন। -বিজ্ঞপ্তি।   

(ঢাকাটাইমস/৮জুলাই/কেএম)